ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

পাবনায় ট্রাকের চাপায় বাবা-মেয়ের মৃত্যু

পাবনা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:১১, ৬ ফেব্রুয়ারি ২০২১

পাবনার সাঁথিয়ায় সিমেন্ট বোঝাই ট্রাকের চাপায় বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে সাঁথিয়ার ভিটাপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নগরবাড়ি থেকে সিমেন্ট বোঝাই একটি ট্রাক সিরাজগেঞ্জর বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি নিয়ন্ত্রণ হারালে ভিটাপাড়া এলাকায় রাস্তার পাশে ঘরের ভেতরে ঢুকে পড়ে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে শাহ বাবু ও তার মেয়ে বৃষ্টি ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহত দুইজনের মৃতদেহ উদ্ধার করে। দূর্ঘটনার পরপরই ট্রাকের চালক-হেলপার পালিয়ে যায়। তবে ট্রাকটি জব্দ করেছে পুলিশ।


এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি