ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে প্রথম টিকা নিলেন এমপি একরামুল 

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:১৩, ৭ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নোয়াখালী সদর-সুবর্ণচর আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী নিজে টিকা গ্রহণের মধ্যদিয়ে জেলায় টিকাদান কর্মসূচি উদ্বোধন করেছেন। আজ রোববার সকাল ১০টায় ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের নির্ধারিত বুথে  টিকা নেন তিনি।

এরপর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম শামছুদ্দিন জেহান, বাংলাদেশ ফুটবল ফেরারেশনের সহ-সভাপতি আতাউর রহমান মানিকসহ সম্মুখসারির যোদ্ধাদেরকে টিকা দেয়া হয়।

নিজে টিকা নিয়ে সংসদ সদস্য একরামুল করি চৌধুরী গুজবে কান না দিয়ে সবাইকে টিকা নিয়ে নিরাপদ থাকার আহ্বান জানান।

রোববার ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ২২০ জনকে এবং পুলিশ লাইন্স হাসপাতালে ৫০ জনকে টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার জন্য জেলায় ১০টি কেন্দ্রে ৩৩টি বুথ খোলা হয়েছে। 

প্রতিটি টিকাকেন্দ্রে দুইজন করে স্বাস্থকর্মী ও চারজন করে স্বেচ্ছাসেবক নিয়োজিত করা হয়েছে। টিকা নেয়ার জন্য এ পর্যন্ত নিবন্ধন হয়েছে প্রায় তিন হাজার।

এআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি