জ্যাকেটে মিললো ফেনসিডিল, আটক- ২
প্রকাশিত : ১৮:৩২, ৭ ফেব্রুয়ারি ২০২১
যশোরের শার্শা সীমান্ত এলাকা থেকে ৬০ বোতল ফেনসিডিল ও ২টি পুরাতন বাইসাইকেলসহ দুই মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশেষ কায়দায় তৈরিকৃত জ্যাকেটের ভিতরে পকেট বানিয়ে এই ফেনসিডিল পাচার করা হচ্ছিল।
রবিবার (৭ ফেব্রুয়ারী) সকালে তাদের গ্রেপ্তার করে উপজেলার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, শার্শা উপজেলার পাঁচ ভুলাট গ্রামের মৃত আতাল হকের ছেলে আশানুর মোড়ল (২৬) ও একই এলাকার ফজের আলী শেখের ছেলে আলমগীর হোসেন (২১)।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ উপজেলার সাতমাইল-গোগা সড়কের সেতাই গ্রামের ব্রীজের উপর হইতে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের শরীরে বিশেষ কায়দায় তৈরিকৃত জ্যাকেটের ভিতরে ৬০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এবং সেখান থেকে দুইটি পুরাতন বাইসাইকেলও উদ্ধার করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।
আরকে//
আরও পড়ুন