ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নলডাঙ্গায় আগুনে গোয়াল ঘর পুড়ে গাভীর মৃত্যু

নাটোর প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৪৩, ৭ ফেব্রুয়ারি ২০২১

নাটোরের নলডাঙ্গায় অগ্নিকান্ডে সিরাজুল ইসলাম নামে এক কৃষকের গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে একটি গাভী পুড়ে মারা গেছে এবং একটি ছাগল ও দুটি ষাড় গরু পুড়ে আহত হয়। কয়েলের আগুন থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত বলে জানায় এলাকাবাসী। রোববার ভোর রাতে উপজেলার পূর্বসোনাপাতিল গ্রামের স্কুলপাড়ায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

নলডাঙ্গা পৌরসভার ৫ নং ওর্য়াড কাউন্সিলর মাহবুর রহমান জানান,রোববার ভোর রাতে উপজেলা পূর্বসোনাপাতিল গ্রামের খয়উদ্দিন খরুর ছেলে  সিরাজুল ইসলাম গোয়াল ঘরে আগুন লেগে মহুর্তে চারদিক ছড়িয়ে যায়। স্থানীয়রা এক ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে একটি গাভী পুড়ে মারা যায় । এসময় একটি ছাগল ও দুটি ষাড় পুড়ে আহত হয়।

সিরাজুল এসলাম জানান, আগুনে তার  প্রায় দুই লাখ টাকা মুল্যের সম্পদের ক্ষতি হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি