ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

কিশোরগঞ্জে জঙ্গি হামলা পরিকল্পনার অভিযোগে আটক রাজীবের রিমান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১০, ২৯ মে ২০১৭ | আপডেট: ২০:১৪, ২৯ মে ২০১৭

কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলায় পরিকল্পনার অভিযোগে আটক গাইবান্ধার রাজীব গান্ধিকে তিনদিনের রিমান্ড দিয়েছে আদালত।
দুপুরে কিশোরগঞ্জ সিনিয়র জুডিসিয়াল আদালতে হাজির করে পুলিশ ৫দিনের রিমান্ড আবেদন করে। বিচারক মো. ইকবাল মাহমুদ তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে শোলাকিয়ায় জঙ্গি হামলার মামলায় রাজীব গান্ধানীকে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়। রাজীব গান্ধি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা। রাজধানীর হলি আর্টিজান বেকারিতে হামলার অন্যতম পরিকল্পনাকারীর অভিযোগ ছাড়াও দেশের বিভিন্ন স্থানে ২৩ টি মামলার অভিযোগ আছে তার বিরুদ্ধে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি