ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪১, ৮ ফেব্রুয়ারি ২০২১

অধ্যাপক ডাঃ এমএ মতিন মেমোরিয়াল বিএনসএসবি বেজ চক্ষু হাসপাতালের উদ্যোগ, ইউকেএইড-এর অর্থায়ন এবং একুশে টেলিভিশনের সেবা সংগঠন একুশে ফোরামের সার্বিক সহযোগিতায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপিনাথপুরে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী এই চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন একুশে ফোরামের উপদেষ্টা টেক্সজেন গ্রুপের এমডি আলহাজ্ব শেখ আব্দুস সালাম। 

এসময় বীর মুক্তিযোদ্ধা গাজী মোজাম্মেল হকের সভাপতিত্বে অধ্যাপক ডাঃ এমএ মতিন মেমোরিয়াল বিএনসএসবি বেজ চক্ষু হাসপাতালের প্রধান মোছাঃ সালমা শারমিন (লিমা), একুশে ফোরামের সাধারণ সম্পাদক ফজলুল হক ডনু, এনায়েতপুর মেহের-উন-নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মাওলানা আব্দুল আওয়াল, সাবেক প্রধান শিক্ষক শ্রী বাদল চন্দ্র সরকার, ফ্রি ক্যাম্প অর্গানাইজার আব্দুল আলিম, একুশে টিভির প্রতিনিধি স্বপন মির্জা, সমাজ সেবক গাজী আবু তালেব, ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ বক্তব্য রাখেন।

এরপর হাসপাতালের আউট ডোরে ৩শ’ জনকে চিকিৎসা এবং ৪৫ ছানি রোগীকে অপারেশনের ব্যবস্থা করা হয়।
এএইচ/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি