ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ই-ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থা চালু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৬, ৮ ফেব্রুয়ারি ২০২১

সিরাজগঞ্জে ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থাপনার স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার লক্ষে ই-ট্রাফিক প্রসিকিউশন সেবা চালু হয়েছে।

সোমবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে শহরের স্টেশন মুক্তির সোপান এলাকায় পুলিশ সুপার হাসিবুল আলম এ সেবার উদ্বোধন করেন।

এসময় পুলিশ সুপার হাসিবুল আলম জানান, রাজশাহী বিভাগের ৮টি জেলায় একযোগে সনাতন পদ্ধতির পরিবর্তে ডিজিটাল ই-ট্রাফিক প্রসিকিউশন ব্যবস্থা চালু হলো। শুধু তাই না, সড়ক-মহাসড়কের আইনভঙ্গের নির্ধারিত জরিমানার টাকা জমাদানের জন্য স্থানীয় ব্যাংকে যেতে হতো। এতে চালক ও গাড়ীর মালিকদের চরম দুর্ভোগ পোহাতে হতো। কিন্তু বর্তমানে সেটার পরিবর্তে ই-ট্রাফিক প্রসিকিউসন পদ্ধতির মাধ্যমে তৎক্ষনাৎ অথবা পরবর্তিতে বাংলাদেশের যে কোন স্থান থেকে জরিমানার অর্থ ইউক্যাশের মাধ্যমে জমা দিয়ে মামলা নিস্পত্তি করতে পারবে। 

তিনি আরও বলেন, এই পদ্ধতিতে সিরাজগঞ্জ শহরে ১১৭টি এজেন্ট এবং বিভিন্ন স্থানে ১৭টি পাঞ্চ মেশিনের মাধ্যমে সরকারি ছুটির দিনগুলোতেও জরিমানার টাকা প্রদানে তাদের কোন অসুবিধায় পরতে হবে না।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার শরাফত আলী, ইউক্যাশ, গ্রামীণ ফোনের কর্মকর্তাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন। 
এএইচ/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি