ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

টাঙ্গাইলে সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫২, ৮ ফেব্রুয়ারি ২০২১

টাঙ্গাইলে পেশাগত দায়িত্ব পালনকালে বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি এনায়েত করিম বিজয়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় সাংবাদিকরা। 

সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
 
মানববন্ধনে বক্তব্য রাখেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, সহ-সভাপতি তুহিন খান, নিউএজের জেলা প্রতিনিধি হাবিব খান, একুশে টিভির জেলা প্রতিনিধি কাজী তাজউদ্দিন রিপন, আব্দুল গনি আল রুহী, ডিবিসি চ্যানেলের জেলা প্রতিনিধি সোহেল তালুকদার প্রমুখ।

বক্তারা বলেন, বাসাইলে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক এনায়েত করিম বিজয় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এ ঘটনার একদিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। দ্রুত সময়ের মধ্যে আসামীদের গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, একটি জমি নিয়ে কাউলজানি ইউনিয়ন পরিষদের সঙ্গে গ্রামের একটি পরিবারের বিরোধ চলে আসছিল। রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে ওই জমিতে পরিবারটি ঘর তোলার চেষ্টা করলে এসময় ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরীর উপস্থিতিতে তাদেরকে বাধা দেয়া হয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। 

ঘটনাস্থলে পেশাগত দায়িত্বপালনকালে চেয়ারম্যানের পক্ষের লোকজন সাংবাদিক এনায়েত করিম বিজয়ের উপর হামলা করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেলারেল হাসপাতালে নিয়ে যান। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন।
এএইচ/এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি