ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

কলারোয়ায় করোনা টিকা নিলেন স্বাস্থ্য কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তা

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৭, ৮ ফেব্রুয়ারি ২০২১

কলারোয়ায় বহুল প্রত্যাশিত করোনা টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধনের পর দিন সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: জিয়াউর রহমান ও কলারোয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিল্লাল হোসেন করোনা টিকা নিলেন।

এসময় উপস্থিত ছিলেন, কলারোয়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলামসহ হাসপাতালের সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী ও পুলিশ সদস্যবৃন্দ। 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. জিয়াউর রহমান বলেন, এড. মুস্তফা লুৎফুল্লাহ এমপি মহোদয় এই করোনা টিকাদান কর্মসূচির উদ্বোধন ও নিজে টিকা গ্রহন করে জনগনের মনে আশা ও সাহস যোগান। এরপর থেকে কলারোয়ায় ১৬৩ জন করোনা নিবন্ধনকৃত ব্যক্তি টিকা গ্রহন করতে একে একে হাসপাতালে আসছেন। এ টিকাদান কার্যক্রম প্রতিদিন চলবে বিকেল ৩টা পর্যন্ত।
কেআই// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি