ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে মাইক্রোবাস চালক নিহত

নাটোর প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৪৯, ৯ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৩:৫১, ৯ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নাটোরের বড়াইগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে মাইক্রোবাস চালক তৌহিদুল ইসলাম সাগর (২৫) নিহত হয়েছেন। এ সময় মাইক্রোবাসের আরোহী রুপপুর পরমাণবিক কেন্দ্রের ফোরম্যান রাশিয়ান কর্মকর্তা প্রকৌশলী শেরশাই গারজিনা (৩০) আহত হয়েছেন। 

আজ মঙ্গলবার সকালে উপজেলার গুনাইহাটি এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাগর পাবনার ঈশ্বরদী থানার মধ্যকোলনী এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, ‘উপজেলার গুনাইহাটি এলাকায় নাটোর থেকে পাবনাগামী ট্রাক (ঢাকা মেট্রো ট ১৩-১৭৯০) বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো চ ১৯-৩২৩৯) মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোসবাসটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে বনপাড়া দমকল বাহিনী ও পুলিশ এসে আহত অবস্থায় তাদের উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চালক সাগর মারা যান। পরে অবস্থার অবনতি হলে রাশিয়ান প্রকৌশলী শেরশাইকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।’

তিনি আরও জানান, ‘ট্রাকের চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি