ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

টেকনাফে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারি নিহত 

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৪, ৯ ফেব্রুয়ারি ২০২১

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)-এর সঙ্গে বন্দুকযুদ্ধে অজ্ঞাত পরিচয়ের এক ইয়াবা কারবারি নিহত হয়েছে। 

আজ মঙ্গলবার ভোররাত ৩টার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ পূর্ব-দক্ষিণ জালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান বলেন, ‘রাতে টেকনাফ ব্যাটালিয়ন সদরের সার্ভার রুমের সার্ভেইল্যান্স সিস্টেম দ্বারা উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সীমান্ত চৌকির বিআরএম-৪ থেকে ৭০০ গজ দক্ষিণে নৌকাযোগে মিয়ানমার থেকে কতিপয় ব্যক্তিকে আসতে দেখা যায়। তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে ওই এলাকার বিশেষ টহল কমান্ডারকে বিষয়টি অবগত করলে বিজিবির টহলদল ওই স্থানে যায়। রাত ৩টার দিকে টহলদল দূর থেকে দুই সন্দেহজনক ব্যক্তিকে কাঠের নৌকাযোগে নাফ নদীর শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করতে দেখে। এ সময় বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে সশস্ত্র ইয়াবা পাচারকারীরা বিজিবি সদস্যদের উপর অতর্কিতভাবে গুলি চালাতে থাকে। পাল্টা গুলিতে এক ইয়াবা কারবারী গুলিবিদ্ধ হয়ে নৌকা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে অন্যজন নদীতে ঝাপ দিয়ে সাঁতরিয়ে শূন্য রেখা দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান।’

তিনি জানান, ‘আজ ভোররাত ৫টা ১০ মিনিটের দিকে নৌকাটি তল্লাশি করে ৫২ হাজার ইয়াবা, একটি দেশিয় অস্ত্র ও একটি খালি খোসা উদ্ধার করা হয়েছে। পরে সকাল সাড়ে ছয়টার দিকে শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া বিজিবি পোষ্টের টহল সদস্যগণ স্থানীয়দের মাধ্যমে জানতে পারে, নাফ নদীর পাড়ে এক মৃত ব্যক্তির লাশ পড়ে আছে। পরে বিজিবি ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।’

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম বলেন, ‘ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তার আনুমানিক বয়স ৫০ হতে পারে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।’
এআই/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি