ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বেনাপোলে ফেন্সিডিলসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৯, ৯ ফেব্রুয়ারি ২০২১

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ২৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকালে বেনাপোল সীমান্তের দৌলতপুর গ্রামের প্রাইমারি স্কুলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের সিরাজ ব্যাপারীর ছেলে হাফিজুর রহমান (২৭), একই এলাকার মৃত ইউনুচ মোল্লার ছেলে মাহাবুর (৩১), মৃত মিজানুর রহমানের ছেলে রেজাউল (৪০), রবিউলের ছেলে বিপ্লব হোসেন (৩৩) ও আলী হোসেনের ছেলে আব্দুল্লাহ (২০)।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা করোনার মধ্যে ভারত সীমান্তের তেরঘর নামক স্থান দিয়ে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। স্থানীয়দের কাছ থেকে এধরনের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাদের উপর নজরদারি বৃদ্ধি করে। সোর্সের দেওয়া সংবাদে পুলিশ দৌলতপুর গ্রামে অভিযান চালিয়ে ২৫০ বোতল ফেন্সিডিলসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি