ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কিশোর বয়সে ধর্ষণ, যুবক বয়সে যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৩০, ৯ ফেব্রুয়ারি ২০২১

জয়পুরহাটে শিশু ধর্ষণ মামলায় এক আসামিকে যাবজ্জীবন করাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, আনাদায়ে আরও এক বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে জয়পুরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. রোস্তম আলী এই রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন- রিপন হোসেন (২৩)। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উত্তর কৃষ্ণপুর (আটাপাড়া গ্রামের বাসিন্দ।

সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে- ২০১৫ সালের ২৭ জুন উত্তর কৃষ্ণপুর আটাপাড়া গ্রামে এক শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে কিশোর রিপন হোসেন। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রিপন হোসেনের বিরুদ্ধে থানায় ধর্ষণ মামলা করেন। দীর্ঘ শুনানী শেষে মঙ্গলবার দুপুরে মামলার রায় ঘোষণা করা হয়।

জয়পুরহাট নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের সরকারি বিশেষ কৌঁসুলি এ্যাড. ফিরোজা চৌধুরী বলেন, শিশু ধর্ষণ মামলার রায়ে আসামি রিপন হোসেনকে যাবজ্জীবন করাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামি রিপন হোসেন হাজতে রয়েছেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি