ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তালাবদ্ধ ঘরে আগুন, প্রাণ গেল শিশুর 

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:২৮, ১০ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

গাজীপুরের কালিয়াকৈরে তালাবদ্ধ একটি কক্ষে আগুন লেগে কলোনির ১৮টি কক্ষ পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে এক শিশু। 

আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার তেলিরচালা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, ‘আজ সকাল সাড়ে ৭টার দিকে কলোনির একটি কক্ষে আগুনের সূত্রপাত হয়। পরে দ্রুত তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা ২০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’

তিনি জানান, ‘এ সময় একটি ঘরে তালাবদ্ধ অবস্থায় এক শিশু আগুনে পুড়ে মারা যায়। শিশুটির মা তাকে ঘরে তালা দিয়ে পাশের বাড়ি গেলে তার ঘরে আগুন ধরে যায়। শিশুটির লাশ উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।’
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি