ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

পাশবিক নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৩০, ১০ ফেব্রুয়ারি ২০২১

পটুয়াখালীর মহিপুরে হাত পা বেঁধে পাশবিক নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়া অপহৃত যুবক রায়হান (২২)-কে ছয়দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। 

আজ বুধবার সকাল ৯টায় উপজেলার লতাচাপলী ইউনিয়নের স্লুইজগেট এলাকার বালুবাহী নৌকা থেকে তাকে উদ্ধার করা হয়। 

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (৩ ফেব্রুয়ারি) সকালে একটি ডিঙ্গি নৌকা ফাতরার বন এলাকায় বালু আনতে যায়। এ সময় বালুবাহী নৌকা দেখে রায়হান তাদের কাছে সাহায্য চাইলে তারা রায়হানকে উদ্ধার করে মহিপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করে। উদ্ধারের সময় রায়হানের হাত বাঁধা ছিল বলে জানিয়েছে বালুবাহী নৌকার শ্রমিকরা। 

গত বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার পথে নিখোঁজ হয় যুবক রায়হান। পরে শুক্রবার সকালে রায়হানকে পাশবিক নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ‘মামলা রুজুর ৪৮ ঘণ্টার মধ্যে রায়হানকে উদ্ধার করা হয়েছে। মামলার ৯ আসামির মধ্যে ইতিমধ্যে দুইজনকে বিপুল পরিমাণ মদ তৈরির সরঞ্জামসহ গ্রেফতার করা হয়েছে।’
এআই/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি