ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হিলি সীমান্তে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪০, ১০ ফেব্রুয়ারি ২০২১

দিনাজপুরের হিলি সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল ও আতশবাজি উদ্ধার করেছে বিজিবি। এছাড়াও দেশ থেকে ভারতে পাচারের পূর্ব মুহূর্তে বিপুল পরিমাণ দেশিয় কীটনাশক উদ্ধার করেছে বিজিবি। 

আজ বুধবার ভোররাত থেকে সকাল পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মালামালগুলো উদ্ধার করা হয়। তবে এর সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল ফেরদৌস হাসান টিটো বলেন, ‘ভারত থেকে মাদকের চালান দেশে প্রবেশ করছে এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা বুধবার ভোররাতে হিলি সীমান্তের নন্দিপুর এলাকায় অভিযান চালায়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে পালিয়ে। পরে সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৯ বোতল ফেনসিডিল, ৭০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ভাইগড় ক্যাম্প বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় ৯৮৫ প্যাকেট বাংলাদেশি কীটনাশক ও ২৮৮ প্যাকেট বিভিন্ন আতশবাজি, দাউদপুর বিজিবি ক্যাম্প ২০৮ বোতল ফেনসিডিল, হিলি সিপি ৫ বোতল মদ ও হিলি বিওপি ৬৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে।’

মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি