ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

মাদক মামলায় মা-ছেলের ১০ বছরের সাজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৮, ১০ ফেব্রুয়ারি ২০২১

রায় প্রদানকালে ছেলে সুমন মিয়া উপস্থিত হলেও পলাতক ছিলেন মা ঝরণা বেগম।

রায় প্রদানকালে ছেলে সুমন মিয়া উপস্থিত হলেও পলাতক ছিলেন মা ঝরণা বেগম।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মরিচাকান্দি থেকে সাড়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় মা-ছেলেকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সাজা দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত দায়রা জজ ১ম আদালতের হাকিম সাবেরা সুলতানা খানম এই রায় প্রদান করেন। 

মামলায় সাজাপ্রাপ্তরা হলেন- বাঞ্ছারামপুরের মরিচাকান্দির কালা মিয়ার স্ত্রী ঝরণা বেগম (৫৪) ও তার ছেলে সুমন (২৮)।  

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৮ নভেম্বর জেলার বাঞ্ছারামপুরের মরিচাকান্দিতে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৪০ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ঝরণা বেগম ও তার ছেলে সুমনকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে আরেক অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত দুইটি স্পিডবোট আটক করা হয়। এসময় পলাতক ফরিদ মিয়া ও সবুজ মিয়া নামের দুই জনসহ মা-ছেলের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। উক্ত মামলায় সবুজ মিয়ার সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে বাদ দিয়ে তিন আসামিকে অভিযুক্ত করে চার্জশিট দেয়া হয়। এরই মাঝে ঝরণা বেগম ও তার ছেলে সুমন জামিনে মুক্ত হন। 

বুধবার (১০ ফেব্রুয়ারি) এই রায় প্রদানকালে ছেলে সুমন মিয়া উপস্থিত হলেও মা ঝরণা বেগম পলাতক ছিলেন। পলাতক ঝরণা বেগম যেদিন গ্রেফতার বা আত্মসমর্পণ করবেন, সেদিন থেকে তার সাজা কার্যকর হবে। অপর আসামি ফরিদ মিয়ারও সংশ্লিষ্টতা না পাওয়ায় তাকে বেকসুর খালাস দেন আদালত। 

এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) অ্যাডভোকেট শরীফ হোসেন বলেন, ‘রাষ্ট্রপক্ষ মনে করে এ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। বিজ্ঞ বিচারক সঠিক ও যৌক্তিক রায় প্রদান করেছেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি