ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

অবশেষে পুলিশের জালে শ্বশুর-শাশুড়ি ও জামাই!

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ২২:০৬, ১০ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২২:১১, ১০ ফেব্রুয়ারি ২০২১

পাঁচ কেজি গাঁজাসহ মোংলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জালে ধরা পড়েছেন এক দম্পতি ও তাদের জামাই। বুধবার (১০ ফেব্রুয়ারী) বিকেলে শহরের বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হলেন- মোঃ মাহাতাব (৪০), তার স্ত্রী বেবী (৩৫) এবং তাদের মেয়ের জামাই মোঃ রাসেল (২৫)। এসময় তাদের কাছ থেকে ইয়াবা সেবনের সরাঞ্জমও জব্দ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাট জেলার পরিদর্শক কাজী মোঃ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে আটককৃতরা গাঁজাসহ নানারকম মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। গোপনে পুলিশের সঙ্গীয় ফোর্স নিয়ে বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাদের বাসা থেকে আটক করা হয়। আটককৃতরা পরস্পর আত্মীয় হন বলেও জানান তিনি। এ অভিযানের সময় এসআই রুহুল আমিন, এএসআই ফরহাদ হোসেন ও রফিকুজ্জামান সঙ্গে ছিলেন। 

আটককৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ২০১৮ সালের ৩৬ (১) ১৯ এর খ ধারায় মামলা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাট জেলার পরিদর্শক কাজী মোঃ কামরুজ্জামান বাদী হয়ে মোংলা থানায় এ মামলা করেন। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি