ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

শার্শা সীমান্তে ফেনসিডিলসহ ভারতীয় নাগরিক আটক

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৩, ১০ ফেব্রুয়ারি ২০২১

যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত থেকে ৪৭ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ সফিকুল মন্ডল (৩২) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।

বুধবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে শিকারপুর গ্রামের বেতনা নদীর তীর হতে তাকে আটক করা হয়। আটক সফিকুল মন্ডল ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বাগদা থানার গঙ্গালিয়া গ্রামের নুর জালাল মন্ডল এর ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের শিকারপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার আশরাফ হোসেন জানান, একটি গোপন খবরের ভিত্তিতে শিকারপুর সীমান্তের মেইন পিলার ২৮/৩ এস পিলার বাংলাদেশের বেতনা নদীর তীর হতে ভারতীয় নাগরিক সফিকুল মন্ডলকে ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও দুই কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি