ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে শ্রমিক খুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:১৮, ১১ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মজিবুর রহমান (৪৭) নামের এক পাওয়ারলুম শ্রমিক খুন হয়েছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলুমদীকান্দা পাড়া থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের নুরুল হকের ছেলে।

আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই ) সজিব জানান, ‘বুধবার সন্ধ্যা থেকে মজিবুর রহমানকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। নিহতের স্বজনরা বিভিন্ন স্থানে খুঁজতে থাকে। এরই মধ্যে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাড়ির পাশে একটি পরিত্যাক্ত ঘরে তার লাশ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ১১টায় লাশ উদ্ধার করে।’

তিনি জানান, ‘নিহতের মাথাসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করে এখানে ফেলে রাখা হয়েছে।’

এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম। 
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি