ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ধামইরহাটে জুয়া আসর থেকে আটক ১৫

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪০, ১১ ফেব্রুয়ারি ২০২১

নওগাঁর ধামইরহাট উপজেলার ফার্সিপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ১৫ জুয়াড়িকে আটক করেছে র‌্যাব-৫। আজ বৃহস্পতিবার সকালে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। 

আটককৃতরা হলেন- শ্রী দিনেশ (৪০), দেলোয়ার হোসেন (৩৮), আইজান (৩৫), এজাবুল ইসলাম (৩৮), আবু সাইদ (৩০), মমিনুল ইসলাম (২৮), শ্রী দিলিপ কুমার (২৫), আবু সাইদ ওরফে শহিদ (৪৫), আইদুল ইসলাম (৩২), জহুরুল ইসলাম (৩০), আনোয়ার হোসেন (২৮), তাসরিফ হোসেন (২৩), মজিবুর রহমান (৪৯), বিপ্লব হোসেন (৩০) ও আল আমিন (২৫)। আটককৃতরা সকলেই ফার্সিপাড়া গ্রামের বাসিন্দা।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মমিন জানান, ‘বুধবার বিকেলের দিকে ঘটনাস্থলে ও আশেপাশের এলাকায় র‌্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ১৫ জুয়াড়িসহ নগদ ১ হাজার ৭৪১ টাকা, তিন বান্ডিল তাস, পাঁচটি চটের বস্তা, দশটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাদের ওই দিন রাতে ধামইরহাট থানায় সোর্পদ করে তাদের বিরুদ্ধে র‌্যাব মামলা দায়ের করে।’

এআই/এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি