ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে কেমিকেল কারখানায় ভয়াবহ আগুন

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫০, ১১ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২০:৪৯, ১১ ফেব্রুয়ারি ২০২১

অগ্নিকাণ্ডের চিত্র, ছবি- একুশে টেলিভিশন।

অগ্নিকাণ্ডের চিত্র, ছবি- একুশে টেলিভিশন।

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে একটি কেমিকেল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে গাজীপুর ও ভালুকা ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। 

জানা যায়, আজ বিকেল সাড়ে ৪টার দিকে ওই কারখানার হাইড্রোজেন পার অক্সাইড মেশিনে বিকট শব্দে কিছু একটা বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। এসময় আশপাশে ধোঁয়ার কুন্ডলি ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, আগুন লাগার সংবাদে প্রথমে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় জয়দেবপুর ও পার্শ্ববর্তী ময়মনসিংহের ভালুকার ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে। 

প্রাথমিকভাবে এই আগুন লাগার কারণ নিশ্চিত হওয়া যায়নি বলেও জানান তিনি। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি