ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সৌদিতে অগ্নিকাণ্ডের ঘটনায় মহেশখালীর ৩ পরিবারে কান্নার রোল

কক্সবাজার প্রতিনিধি: 

প্রকাশিত : ২১:৩৫, ১১ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২১:৪৬, ১১ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

সৌদি আরবে মদিনা শহরের অদূরে একটি সোফা তৈরির কারখানায় বুধবার সৌদি আরবের স্থানীয় সময় রাত আনুমানিক ৪টার দিকে এক অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জন প্রবাসী মৃত্যু হয়েছে। 

নিহত ওই ৭জন শ্রমিকের মধ্যে ৩ জনই কক্সবাজারের মহেশখালী উপজেলার বাসিন্দা। তারা হলেন, কক্সবাজারে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার জালাল আহমদের ছেলে ইসহাক মিয়া, একই ইউনিয়নের কবির আহমদের ছেলে আব্দুল আজিজ ও ঘটিভাংগা (ডেমবুনি পাড়া) এলাকার আব্দুল গফুর এর ছেলে মো. রফিক উদ্দীন।

সৌদি আরবস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের বরাদ দিয়ে মহেশখালী কুতুবজোম ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন খোকন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে নিহতের পরিবারের খোজ খবর রাখা হচ্ছে। নিহতের পরিবাবারে শোকের মাতন চলছে।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান বলেন, সৌদিতে নিহত পরিবারকে আইনগত ও আর্থিক ভাবে সহযোগিতা করা হবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি