ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২১:৪১, ১১ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় সেলিম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে বিশনন্দী ইউনিয়নের কড়ুইতলা তালতলা গ্রামের ঢাকা আড়াইহাজার ফেরিঘাট সড়কে এ ঘটনা ঘটে। 

নিহতের বাড়ি বগুড়ায়। সে স্থানীয় একটি প্রাইভেট কোম্পানিতে চাকুরি করে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

গোপালদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মানজুরুল মোর্শেদ জানান, বিশনন্দী থেকে মোটরসাইকেলযোগে তিনি আসছিলেন। এসময় একজন পথচারীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলসহ তিনি খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

তিনি আরও জানান, তার নাম ও ঠিকানা প্রাথমিকভাবে জানা গেছে। খোঁজ নিয়ে বিস্তারিত তথ্য নেয়া হচ্ছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি