রাজবাড়ীতে নির্বাচনী অফিসে হামলা-ভাংচুর, আহত ২
প্রকাশিত : ২৩:২৫, ১১ ফেব্রুয়ারি ২০২১
ভাংচুরের চিত্র
রাজবাড়ী জেলা শহরের একটি নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাংচুর করার পাশাপাশি এক প্রার্থীর বড় ভাইকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যার এ ঘটনায় আহতকে রক্তাক্ত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর উপজেলার ২নং বেড়াডাঙ্গা গ্রামের বাসিন্দা ও বিদ্রোহী মেয়র প্রার্থী আলমগীর শেখ তিতুর অভিযোগ, এদিন সন্ধ্যায় তার বড় ভাই আবুল কালাম আজাদ-এর বাড়ীর সামনে থাকা নির্বাচনী অফিসে কতিপয় হেলমেট পরিহিত ব্যক্তিরা হামলা চালায়। সে সময় নির্বাচনী অফিস ভাংচুর করার পাশাপাশি ওই ব্যক্তিরা আবুল কালাম আজাদকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। তাকে রক্তাক্ত অবস্থায় রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় ৫টা সেলাই দেয়া হয়েছে।
অপরদিকে, শহরের ১নং বেড়াডাঙ্গা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে আব্দুল কাদের মিয়া সোহান নামে আরেক যুবককে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। তাকেও রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হয়, তবে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
রাজবাড়ী থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর পরই থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলজ্জামান জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, আগামী ১৪ ফেব্রুয়ারী রাজবাড়ী পৌরসভার নির্বাচন। এ নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে বর্তমান মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মহম্মদ আলী চৌধুরী এবং বিদ্রোহী প্রার্থী হিসেবে নারিকেল গাছ প্রতীক নিয়ে ছাত্রলীগের সাবেক নেতা মোঃ আলমগীর শেখ তিতু প্রতিদ্বন্দ্বিতা করছেন। যে কারণে উভয় প্রার্থী ও কর্মীদের রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ।
এনএস/
আরও পড়ুন