ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় আ’লীগ ও জাসদের অফিসে হামলা-ভাঙচুর 

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০২, ১২ ফেব্রুয়ারি ২০২১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আওয়ামী লীগ ও জাসদের ৬টি নির্বাচনী অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ভাঙচুর করা হয়েছে আসবাবপত্র, আহত হয়েছেন অন্তত ৪ জন। তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার পৃথক ৬টি স্থানে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। 

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবির জানান, ‘বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গা পৌর এলাকার ৬টি স্থানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। পরে স্বতন্ত্র মেয়র প্রার্থীর সমর্থকরা নৌকা প্রতীকের প্রার্থী হাসান কাদির গনুর নির্বাচনী ৪টি অফিস ভাঙচুর করে। এ সময় তাদের হামলায় নৌকা প্রার্থীর ৪ জন সমর্থক আহত হয়েছেন। তারা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।’

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পুলিশি টহল জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। 

জেলা জাসদের সভাপতি ও স্বতন্ত্র মেয়র প্রার্থী এম সবেদ আলী জানান, ‘এর আগেও আমার নির্বাচনী অফিস ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার রাতে একই ঘটনা ঘটিয়েছে। নেতাকর্মী ও সমর্থকদের মারধর ও মোটরসাইকেল ভাঙচুর করেছে নৌকা প্রার্থীর সমর্থকরা।’

এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও জানান তিনি।
এআই/ এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি