ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২১:৫৭, ১২ ফেব্রুয়ারি ২০২১

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের নাম সবুজ (২০)। শুক্রবার সকাল ১১টায় পীরগঞ্জ-পঞ্চগড় রেলরুটের ভোমরাদহ রেলস্টেশনের মাঝামাঝি সেনুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সবুজ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামের কসির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পীরগঞ্জ রেলস্টেশন মাস্টার এস এম মুক্তারুল ইসলাম জানান, সকালে পীরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া পঞ্চগড়গামী মেইল ট্রেন সেনুয়া নামকস্থানে পৌঁছলে রেললাইন পারাপারের সময় ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা, তা জানা যায়নি।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি