ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চুয়াডাঙ্গায় সেফটি ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১৮, ১২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২৩:২০, ১২ ফেব্রুয়ারি ২০২১

চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে তাজিম নামে পাঁচ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে। নিহত তাজিম গাড়াবাড়িয়া গ্রামের পিয়ার আলীর ছেলে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের তাজিম বাড়ির পাশ্ববর্তি খলিলুর রহমানের নবনির্মিত সেফটি ট্যাংকে ঢাকনা না থাকায় শিশুটি অসাবধানতাবশত পড়ে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যায় সেফটি ট্যাংকের মধ্যে থেকে তাজিমকে খুঁজে পায়। তাজিমকে উদ্ধার করে দ্রুত ও সদর হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাহবুবুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
 
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মো. ফকরুল আলম খান বলেন, শিশুটির মৃত্যুর খবরটি পেয়েছি। এবিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ করেনি। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি