ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি শফিকুর, সম্পাদক আবেদুর 

সরাইল সংবাদদাতা

প্রকাশিত : ২৩:৫০, ১২ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৩:১৬, ১৩ ফেব্রুয়ারি ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে মো. শফিকুর রহমান সভাপতি ও আবেদুর আর শাহীন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল হক মৃদুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার সহিদ খালিদ জামিল খান নির্বাচন পরিচালনা করেন। 

নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শফিকুর রহমান (মোহনা টেলিভিশন)। এছাড়া সহ-সভাপতি মো. শরীফ উদ্দিন (দৈনিক সকালের সময়), সাধারণ সম্পাদক আবেদুর আর শাহীন (ঢাকা ট্রিবিউন), যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, (দৈনিক আজকের খবর) সাংগঠনিক সম্পাদক আলমগীর মিয়া (দৈনিক আমাদের সময়), অর্থ সম্পাদক আল মামুন খান (দৈনিক ভোরের ডাক) ও দপ্তর ও প্রচার সম্পাদক পদে নারায়ন চক্রবর্তী (একুশে টেলিভিশন অনলাইন) নির্বাচিত হয়েছেন।

এছাড়া কার্যকরি পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন ফয়জুল কবির (দৈনিক অগ্রসর)। 

কেআই//এআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি