ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

ফসলের সাথে এ কেমন শত্রুতা!

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৫, ১৩ ফেব্রুয়ারি ২০২১

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী ইকরগাড়া গ্রামে ৩৩ শতাংশ জমির করলার ক্ষেত রাতের আঁধারে নষ্ট করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতের এ ঘটনায় পথে বসেছেন মোসলেম উদ্দীন নামে এক দরিদ্র কৃষক। 

এ ঘটনায় আইনের আশ্রয় নিতে প্রস্তুতি নিচ্ছেন ওই ক্ষতিগ্রস্ত কৃষক।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ইকরগাড়া গ্রামের মাঠে ক্ষেতলাল উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোফাজ্জল হোসেনের জমি বন্দক নিয়ে চাষাবাদ করেন প্রতিবেশী মোসলেম উদ্দীন। গেল ৩ মাস আগে তিনি বেশি লাভের আশায় আলুর পরিবর্তে রংপুরিয়া সোনামুখী জাতের করলা চাষ করেন। আর মাত্র সপ্তাহ দুয়েক পরই পর্যায়ক্রমে তিনি অন্তত আড়াই থেকে ৩ লাখ টাকার করলা বিক্রি করতেন। 

এরই মাঝে শুক্রবার রাতের কোন এক সময় দুর্বৃত্তরা ৩৩ শতাংশ জমির সবগুলো করলার গাছ কেটে ফেলে। এতে করে পথে বসেছেন সেই কৃষক। 
এআই/ এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি