ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শার্শায় দু’বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২০, ১৩ ফেব্রুয়ারি ২০২১

যশোরের শার্শা উপজেলার নাভারন-সাতক্ষীরা সড়কের জামতলা (পাঁচপুকুর) নামক স্থানে ঢাকা থেকে ছেড়ে আসা ও সাতক্ষীরা থেকে ছেড়ে আসা দুটি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৫ যাত্রী আহত হয়। শনিবার (১৩ ফেব্রুয়ারী) সকালে এই দুর্ঘটনাটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করে যশোরের নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক টিটু কুমার নাথ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা একে ট্রাভেলস (ঢাকা মেট্রো ব- ১৪-৫৪৮৬) ও সাতক্ষীরা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো জ-১৪-০১৪৫) সকাল ৬টার সময় পাঁচপুকুর নামক স্থানে পৌঁছালে ঘন কুয়াশায় একে অপরকে দেখতে না পারার কারণে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনায় উভয় বাসের ৫ জন যাত্রী আহত হয়।

দুর্ঘটনার সাথে সাথে ঘটনাস্থল থেকে এলাকার জনসাধারণ, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি