ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কেমিক্যাল কারখানায় আগুন, আরও ২ মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:০৫, ১৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ১৯:০৮, ১৩ ফেব্রুয়ারি ২০২১

গাজীপুরের শ্রীপুরে কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার দুইদিন পর আজ শনিবার আরও দুই জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন জনে। ঘটনা তদন্তে কাজ করছে জেলা প্রশাসনের ৫ সদস্যের তদন্ত কমিটি। 

নিহতরা হলেন- শ্রীপুরের আলমগীর, মেকানিক্যাল ফিটার টাঙ্গাইলের আশরাফ আলী ও প্রসেস অপারেটর ফিটার কুমিল্লার নাসির উদ্দিন। আজ দুপুরে ভারপ্রাপ্ত পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে শ্রীপুরের এএসএম কেমিক্যাল কারখানার হাইড্রোজেন পার অক্সাইড সেকশনে ভয়াবহ ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তেই গোটা ভবনে আগুন ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ৫ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

পুলিশ সুপার আরও জানান, ওইদিন রাতেই আলমগীর হোসেন নামে একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আজ উদ্ধার করা হয়েছে আরও দুজনকে। এ ঘটনায় শ্রীপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি