ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জয়দেবপুর জংশনে সকল ট্রেনের যাত্রা বিরতির দাবি

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৬, ১৩ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে সকল আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতি, রেলক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণ, জয়দেবপুর স্টেশনকে আধুনিকায়ন এবং ঢাকার সঙ্গে গাজীপুরের ট্রেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি ও সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় একটি বহুতল মার্কেটে গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। 

এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির সভাপতি প্রকৌশলী মো. শামসুল হক। বক্তব্য রাখেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিন, মুক্তিযোদ্ধা হাতেম আলী, সংগঠনের সাধরণ সম্পাদক খালেদ মাহবুব মোর্শেদ। 

সংবাদ সম্মেলনে জয়দেবপুর রেলওয়ে জংশনে সকল আন্ত:নগর ট্রেনের যাত্রাবিরতি, রেলক্রসিংয়ে ফ্লাইওভার নির্মাণ, জয়দেবপুর স্টেশনকে আধুনিকায়ন এবং ঢাকার সঙ্গে গাজীপুরের ট্রেন যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ ১৩টি দাবি উপস্থাপন করা হয় এবং এগুলো বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের হুশিঁয়ারি দেয়া হয়। 

এতে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। 

এর আগে গাজীপুর প্যাসেঞ্জার কমিউনিটির উদ্যোগে জয়দেবপুর রেলওয়ে জংশনে অবস্থান কর্মসূচি পালন করা হয়।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি