গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ, কাপড় ব্যবসায়ী গ্রেফতার
প্রকাশিত : ২০:৩২, ১৩ ফেব্রুয়ারি ২০২১
নাটোরের বাগাতিপাড়ায় এক গৃহবধূকে দলগতভাবে পালাক্রমে ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম (৪৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে শুক্রবার (১২ ফেব্রুয়ারী) রাতে অভিযান চালিয়ে উপজেলার জালালপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রবিউল ইসলাম ওই জামনগর গ্রামের আতাউর রহমানের ছেলে। তিনি জামনগর বাজারে কাপড়ের ব্যবসা করেন।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ আবু সাদাদ জানান, গত বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) দুপুরের দিকে উপজেলার জালালপুর গ্রামের এক দিনমজুরের স্ত্রী হস্তশিল্পের কাজ করার জন্য পার্শ্ববর্তী জামনগর বাজারের গার্মেন্টস ব্যবসায়ী রবিউলের কাছে যান। এসময় রবিউল তাকে ওই কাজের জন্য তার দোকানের দ্বিতীয় তলার গোডাউনে নিয়ে যান। পরে গোডাউনে থাকা আরও দুইজনকে সাথে নিয়ে জোরপূর্বক তাকে তিন জন মিলে পালাক্রমে ধর্ষণ করেন। এ ঘটনায় নির্যাতিতা ওই গৃহবধূ সন্ধ্যায় থানায় মামলা দায়ের করেন।
ওই মামলার প্রেক্ষিতে পুলিশ শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে জালালপুর গ্রাম থেকে কাপড় ব্যবসায়ী রবিউলকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদ শেষে শনিবার দুপুরের দিকে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অভিযুক্ত অপর দুই জনকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলেও জানান তিনি।
এনএস/
আরও পড়ুন