ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কামারখন্দ আ.লীগের সভাপতি সেলিম, সম্পাদক আনোয়ার 

সিরাজগঞ্জ  প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০২১ | আপডেট: ২০:৩৬, ১৩ ফেব্রুয়ারি ২০২১

কামারখন্দ আ.লীগ সভাপতি সেলিম,সম্পাদক আনোয়ার

কামারখন্দ আ.লীগ সভাপতি সেলিম,সম্পাদক আনোয়ার

Ekushey Television Ltd.

কামারখন্দ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে দলের সভাপতি পদে সেলিম রেজা এবং সাধারণ সম্পাদক পদে আনোয়ার হোসেন শেখ নির্বাচিত হয়েছেন। শনিবার জামতৈল ধোপাকান্দি বহুমুখী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলনের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়।  

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন। সকাল সাড়ে ১০টায় সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট কেএম হোসেন আলী হাসান। 

এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আব্দুস সামাদ তালুকদার।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ বেগম রোকেয়া সুলতানা, নির্বাহী কমিটির সদস্য মেরিনা জাহান কবিতা, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস, সহ সভাপতি আবু ইউসুফ সুর্য্য, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি এ্যাডভোকেট বিমল কুমার দাস প্রমুখ।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি