ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

“আপন আলোয় বিশ্বভুবন” সংকলণের বিতরণ কার্যক্রম উদ্বোধন

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:০০, ১৩ ফেব্রুয়ারি ২০২১

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষ্যে মৌলভীবাজারে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর প্রকাশিত “আপন আলোয় বিশ্বভুবন” সংকলণ এর বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকেলে শ্রীমঙ্গল চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট এর সভাপতিত্বে বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের  সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক। 
চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্যদেন বইটির সম্পাদক সাংবাদিক বিকুল চক্রবর্তী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন শ্রীমঙ্গল আবাসন সেবা সংস্থার সভাপতি আবু সিদ্দিক মোহাম্মদ মুসা, বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এর সিলেট বিভাগীয় জেষ্ঠ প্রতিনিধি বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন ও শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের প্রাক্তন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ। 

এ ছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর টিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, মাইটিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে, বৈশাখী টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি ইমন দেব চৌধুরী, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী ও সহকারী শিক্ষক অলক পাল, সাংবাদিক সনেট দেব চৌধুরী, নাট্যকর্মী হাবিবুর রহমান শহীদ, প্রথম আলো শ্রীমঙ্গল প্রতিনিধি শিমুল তরফদার সহ শ্রীমঙ্গলের দুই প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

বইটির সম্পাদক বিকুল চক্রবর্তী জানান, মুজিব বর্ষে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে  পাঁচ হাজার বই বিনা মুল্যে বিতরণ করা হবে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি