বেনাপোলে ট্রাকের ধাক্কায় সিএন্ডএফ স্টাফ নিহত
প্রকাশিত : ১২:১৭, ১৪ ফেব্রুয়ারি ২০২১
সিএন্ডএফ স্টাফ লোকমান হোসেন
যশোরের বেনাপোল বন্দর এলাকায় ট্রাকের ধাক্কায় লোকমান হোসেন (৩৫) নামে এক সিএন্ডএফ স্টাফ নিহত হয়েছেন। রোববার (১৪ ফেব্রুয়ারী) ভোর ৪টায় উন্নত চিকিৎসা নিতে ঢাকা যাওয়ার পথে মানিকগঞ্জে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এর আগে গতকাল সন্ধ্যায় তিনি গুরুতর আহত হন।
নিহত লোকমান হোসেন সিঅ্যান্ডএফ এজেন্ট মাহিবী এন্টারপ্রাইজের স্টাফ ছিলেন। চাকুরীর পাশাপাশি তিনি সংবাদপত্র ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, গতকাল সন্ধ্যায় তিনি চেকপোস্ট কার্গো শাখার কাজ শেষে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় বেনাপোল বন্দর সড়কে পথচারীকে বাঁচাতে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সাথে সজোরে ধাক্কা খেলে মাথায় আঘাত পেয়ে ট্রাকের নিচে চলে যান। এসময় অন্যান্য স্টাফরা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়। কিন্তু তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরমর্শ দেয় চিকিৎসকরা। এ্যাম্বুলেন্স যোগে ঢাকা যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে আজ রোববার ভোরে মানিকগঞ্জে তার মৃত্যু হয়।
লোকমান হোসেনের অকাল মৃত্যুতে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস স্টাফ এসোসিয়েশনের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এনএস/
আরও পড়ুন