ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মোংলায় সুন্দরবন দিবস পালিত

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৪২, ১৪ ফেব্রুয়ারি ২০২১

মোংলায় নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে সুন্দরবন দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রোববার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে র‌্যালির আয়োজন করা হয়। 

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌধুরী মোড়ে এসে শেষ হয়। এতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), ওয়াইল্ডটিম ও সুন্দরবন জাদুঘর অংশ নেয়।  

এর আগে সুন্দরবনের জেলেসহ এর উপর নির্ভশীল সকলকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। এদিকে দিবসটি পালনে আজ বিকেলে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

এআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি