ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৫০, ১৪ ফেব্রুয়ারি ২০২১

সিরাজগঞ্জে পাঁচটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৩ জনকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার চরাঞ্চল মেছরা ইউনিয়নের খাসপাড়া মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জামালপুরের সরিষাবাড়ীর সাদ্দাম হোসেন (১৯), মো. সুমন (২৬) ও সিরাজগঞ্জ সদর উপজেলার মেছরা ইউনিয়নের রুপসা দক্ষিণ পাড়া গ্রামের বোরহান উদ্দিন তালুকদার (১৯)।  

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ‘এসআই নাজমুল হকের নেতৃত্বে একটি দল যমুনার চরাঞ্চল মেছরা ইউনিয়নের খাসপাড়া মোড় এলাকার রহমত আলীর ইউক্যালিপটাস গাছের বাগানে চোরা মোটরসাইকেল ক্রয়-বিক্রয় হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে বিভিন্ন কোম্পানীর চোরাই করা ৫টি মোটরসাইকেলসহ ৩ জনকে আটক করা হয়।’

ওসি আরও জানান, ‘আটকরা সিরাজগঞ্জসহ আশপাশের জেলার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে চরাঞ্চলে গোপন স্থানে রেখে ক্রয়-বিক্রয় করে থাকে। আটককৃতদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের হয়েছে।’

এআই//


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি