ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ঝালকাঠি থেকে ১০ রুটে বন্ধ বাস চলাচল 

ঝালকাঠি প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:১৬, ১৪ ফেব্রুয়ারি ২০২১

ঝালকাঠি থেকে অনির্দিষ্টকালের জন্য বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুরের ১০ রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে জেলা মিনিবাসের শ্রমিকরা। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে বিআরটিসি বাসের শ্রমিকদের সাথে ঝালকাঠী-পিরোজপুরের বাস মালিক সমিতির গাড়ির শ্রমিকদের বিরোধের জেরে হাতাহাতি ও পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য এই ধর্মঘট ডাকা হয়। 

ঝালকাঠী মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. বাহাদুর জানান, ‘শনিবার সকালে পিরোজপুর ও ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে দু’দফায় বিআরটিসি বাসের এজেন্ট ও শ্রমিকরা পিরোজপুর ও ঝালকাঠীর মালিক সমিতির বাস শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায় বিআরটিসি বাসের লোকজন শ্রমিকদের ওপর হামলা চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে উভয় পক্ষের বক্তব্য না শুনেই উল্টো মালিক সমিতির বাস শ্রমিকদের উপর লাঠিচার্জ করে। এতে করে ন্যায় বিচার না পেয়ে ধর্মঘটের ঘোষণা দেন তারা।’  

এদিকে আকস্মিক শুরু হওয়া এ ধর্মঘটের ফলে চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। 

এ ব্যাপারে ঝালকাঠী জেলা বাস মালিক সমিতির যুগ্মসাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ বলেন, ‘পিরোজপুর ও ঝালকাঠীর শ্রমিকদের সাথে মারামারিতে বেশ কয়েকজন আহত হয়েছেন। ওই ঘটনায় ঝালকাঠী-পিরোজপুরের বাস মালিক ও শ্রমিক নেতারা রোববার সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছে। যে কারণে বরিশালেও সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।’

এআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি