ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁও পৌরসভার প্রথম নারী মেয়র আঞ্জুমান আরা বন্যা

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২২:৪৩, ১৪ ফেব্রুয়ারি ২০২১

আঞ্জুমান আরা বেগম বন্যা

আঞ্জুমান আরা বেগম বন্যা

ঠাকুরগাঁও জেলার দু’টি পৌরসভার নির্বাচন বিচ্ছিন্ন দু-একটি ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে। ঠাকুরগাঁও সদর পৌরসভার প্রথম নারী মেয়র হিসেবে আঞ্জুমান আরা বেগম বন্যা নির্বাচিত হয়েছেন। 

রোববার ভোটগ্রহণ শেষে বেসরকারিভাবে গণনার ফলাফল প্রকাশ করে নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার জুলহাজ উদ্দিন। সেখান আঞ্জুমান আরা বেগম বন্যা নৌকা প্রতিক নিয়ে ২৬ হাজার ৪৯৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
 
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শরিফুল ইসলাম শরিফ ধানের শীষ নিয়ে ভোট পেয়েছেন ৫ হাজার ৩৩৩ ভোট।

এদিকে রাণীশংকৈল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে মোস্তাফিজুর রহমান ২৯৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইস্ত্রি মার্কা নিয়ে মোকাররম হোসেন পেয়েছেন ২ হাজার ৩৬৯ ভোট।

উল্লেখ্য, ঠাকুরগাঁও সদর পৌরসভায় ইভিএম পদ্ধতিতে এবং রাণীশংকৈলে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি