ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেয়ের বিয়ের ফ্রিজ আনতে গিয়ে বাবার মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৯, ১৫ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

পটুয়াখালী বাউফলের কালাইয়া-পটুয়াখালী সড়কের নগরেরহাট ডায়াগনস্টিক এলাকায় রোববার (১৪ ফেব্রুয়ারি) রাতে একটি টমটম উল্টে প্রাণহারা হয়েছেন খলিলুর রহমান জোমাদ্দার (৩৯) নামে এক ব্যক্তি। সে নওমালা গ্রামের আব্দুল কাদের জোমাদ্দারের ছেলে।

স্থানীয়রা জানান, মেয়ের বিয়ের জন্য ফ্রিজ আনতে ভাঙ্গাব্রিজ এলাকায় যাওয়ার পথে ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে টমটম উল্টে ঘটনাস্থলেই নিহত হন বাবা খলিলুর রহমান জোমাদ্দার। এসময় গুরুতর আহত হন নিহতের ছেলে ইমরান (১৩) ও ড্রাইভার রাসেল মোল্লা (২৫) নামে আরও দু’জন। আহতদেরকে পটুয়াখালী জেলা সদর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

নিহতের পরিবার থেকে মামলা করবেন না মর্মে অঙ্গীকার প্রদান করা হয়েছে বলেই জানিয়েছেন বাউফল থানার ওসি মোস্তাফিজুর রহমান।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি