ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনার টিকা নিয়েছেন মেয়র সেলিনা হায়াৎ আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৭, ১৫ ফেব্রুয়ারি ২০২১

নারায়ণগঞ্জে দুটি সরকারী হাসপাতাল সহ চারটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ম  দিনের মতো করোনা ভ্যাকসিন টিকাদান চলছে। আজ দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে টিকা নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী। টিকা নিয়ে  মেয়র আইভী বলেন, নারায়ণগঞ্জ সিটি এলাকার সবাইকে টিকা নেয়ার আহবান জানাচ্ছি। টিকা নিয়ে আপনি সুরক্ষিত থাকুন অন্যকে সুরক্ষিত রাখুন।

এ জেলার ৬টি টিকা কেন্দ্রে ২৪টি বুথ ২ টা পর্যন্ত  টিকা দেয়া হয়। পর্যন্ত টিকা নিয়েছেন ১২ হাজারের অধিক লোকজন। এ পর্যন্ত নারায়নগঞ্জে অনলাইনে আবেদন পড়েছে ২৫ হাজার।

নারায়ণগঞ্জের সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ জানান,  নারায়ণগঞ্জে করোনা ভ্যাকসিনের নিবন্ধন ও টিকা গ্রহনকারীদের সংখ্যা বেড়েছে। গতকাল একদিনে টিকা নিয়েছেন ২৪ শত মানুষ।  এ জেলায় প্রথম পর্যায়ে ১ লাখ ৫৬ হাজার করোনার টিকা (ভ্যাকসিন) কোভিশিল্ড এসেছে। এ পর্যন্ত টিকা নিয়েছেন ১২ হাজারের অধিক লোকজন। এ পর্যন্ত নারায়নগঞ্জে অনলাইনে আবেদন পড়েছে ২৫ হাজার।

জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৭৯৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৫৬ জন কোভিড পজেটিভ ব্যক্তি। আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৭৫ জন রোগ।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি