ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নাসিরনগরে ৪টি ঘর আগুনে পুড়ে ছাই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৪৬, ১৫ ফেব্রুয়ারি ২০২১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে তিন কৃষকের ঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সকালে উপজেলার গোর্কণ ইউনিয়নের সূচীউড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, সূচীউড়া গ্রামের সুবন্ধু দাসের ঘরে বৈদ্যুতিক শটর্ সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকান্ডে দরিদ্র কৃষক সুবন্ধু দাস, সুদীন দাসের বসতঘর ও ছালেক মিয়ার রান্না ঘরসহ ৪টি ঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

খবর পেয়ে নাসিরনগর ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভায়। ৪টি ঘরের সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি