ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৫, ১৬ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শহরের বঙ্গবন্ধু স্কয়ারে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। 

টুর্নামেন্ট উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। 

জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন, এমআর টেক্সটাইলের সত্ত্বাধিকারী দেওয়ান দিদারুল আলম মারুফ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি প্রমুখ। 

টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ নিচ্ছে। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে গ্র্যান্ড এ মালেক চাইনিজ রেষ্টুরেন্ট-কসবা উপজেলা ক্রীড়া সংস্থা এবং দ্বিতীয় ম্যাচে শান্তিবাগ বয়েজ ক্লাব মধ্যপাড়া-ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাতে একাডেমি অংশ নেয়। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি