ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে পূর্ব শত্রুতার জেরে শিশুকে শ্বাসরোধে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫০, ১৬ ফেব্রুয়ারি ২০২১

সিরাজগঞ্জের সলঙ্গায় সুমন নামে ৯ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার নলকা ইউনিয়নের রতনকান্দি মাঠে রাখা গাছের ডালপালার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সুমন রতনকান্দি পূর্বপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে ও হোড়গাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, নিহত শরিফুলের বাবার সাথে একই গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে হারুন-অর-রশিদ কালু আলী, আব্দুস সালাম, মোখলেসুর রহমান ও মুকুল হোসেনের সাথে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে শিশুটি খুন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাদের জিলানী জানান, ‘রতনকান্দি গ্রামের শরিফুল ইসলামের ছেলে সুমনকে রাত থেকে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার ভোরে বাড়ির পাশে একটি জমির ভিতর ইউক্যালিপটাস গাছের ডালপালার ভিতরে শিশুটির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার প্রস্তুতি চলছে।’

তিনি আরও বলেন, ‘শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
এআই/ এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি