ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হলো বাগেরহাট-৪ আসনের এমপিকে

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৭, ১৬ ফেব্রুয়ারি ২০২১

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে মোরেলগঞ্জ আজিজ মেমোরিয়াল মাধ্যামিক বিদ্যালয় মাঠ থেকে উড্ডয়ন করে তাকে বহনকারী বেসরকারি এয়ার এ্যাম্বুলেন্সটি। 

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে শ্বাসকষ্ট শুরু হয় প্রবীণ এই আওয়ামী লীগ নেতার। শ্বাসকষ্টের সাথে ডায়েবেটিসও বৃদ্ধি পেয়েছিল বলে জানিয়েছেন মোরেলগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ।

তিনি বলেন, বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন মোরেলগঞ্জ পৌর শহরস্থ নিজ বাসভবনে স্বাভাবিক কাজ কর্ম করছিলেন। সকাল সাড়ে ৮টার দিকে শ্বাসকষ্ট শুরু হয় তার। পরে ডায়েবেটিসও বেড়ে যায়। পরিবারের সবার সিদ্ধান্ত অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার এ্যাম্বুলেন্সে করে ঢাকায় পাঠানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হবে বলে জানান তিনি। 

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি বলেন, এমপি সাহেব শ্বাসকষ্ট অনুভব করেছিলেন। বিষয়টি ক্রমশ জটিল হতে পারে ভেবে দ্রুত ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি