ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বেনাপোলে মানব পাচার প্রতিরোধে মতবিনিময় সভা

বেনাপোল প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৩৯, ১৬ ফেব্রুয়ারি ২০২১

ডিসরাপটিং ক্রস বর্ডার ট্রাফিকিং নেটওয়ার্ক ইন যশোর মানব পাচার প্রতিরোধে মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার সময় ব্র্যাকের আয়োজনে বেনাপোল পৌরসভার কনফারেন্সরুমে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় সভাপতিত্ব করেন বেনাপোল পৌর প্যানেল মেয়র সাহাবুদ্দিন মন্টু। 

সীমান্ত দিয়ে মানব পাচার প্রতিরোধে সাহাবুদ্দিন মন্টু ব্র্যাকের এ কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, সীমান্তের আইন শৃংখলা বাহিনীকেও দায়িত্বতার সাথে কাজ করতে হবে। ব্র্যাককে মানব পাচার প্রতিরোধে সীমান্তের মানুষকে সহযোগিতা করতে হবে। এক শ্রেণির দালালরা চাকরিসহ বিভিন্ন ভাল কাজের প্রলোভন দেখিয়ে শিশুসহ নারীদের পাচার করছে। এটা আমাদের জন্য কলংকের। তাই ওই সব দালাল পাচারকারীদের চিহিৃত করে আইনের কাঠগড়ায় নিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন, ব্র্যাক এর যশোর জেলা সিনিয়র ম্যানেজার মোঃ আশরাফুল ইসলাম, প্রোগ্রাম অফিসার জাহানারা বেগম, পৌর কাউন্সিলার মিজানুর রহমান, আ. জব্বার, জুলেখা বেগম, কামরুন্নাহার আন্না, শার্শা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, বেনাপোল পৌর আওয়ামী যুবলীগ এর আহবায়ক সুকুমার দেবনাথ. শিক্ষক প্রতিনিধি মোঃ মোকলেছুর রহমান, বন্দর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আজিজুল হক সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান প্রমুখ।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি