ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাউফলে পুকুর থেকে নবজাতকের লাশ উদ্ধার

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ২০:২৬, ১৬ ফেব্রুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

পটুয়াখালীর বাউফলের বীরপাশা গ্রামে একটি পুকুর থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ আজ মঙ্গলবার সকালে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। 

স্থানীয় ফিরোজ আলম চৌকিদার জানান, গ্রামের আবদুল হক হাওলাদারের বাড়ির সামনের পুকুরে ওই নবজাতকের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়া হয়। 

বাউফল থানার পুলিশ জানায়, স্থানীয়দের ধারণা- কারও অবৈধ সম্পর্কের ফসল নবজাতক ছেলে সন্তানের ওই লাশ। এখনও কারও থেকে কোনও অভিযোগ পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি