ঢাকা, বুধবার   ২৬ জুন ২০২৪

৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ১জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ৩০ মে ২০১৭ | আপডেট: ১৯:২০, ৩০ মে ২০১৭

যশোরে আলোচিত আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় লাভলু নামে একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। অপর আসামী আনোয়ারের মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়।
যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক অমিত কুমার দে আসামীর উপস্থিতিতে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৪ সালের ২৩ মার্চ লাভলু শিশুটিকে মিষ্টি কিনে দেয়ার কথা বলে প্রতিবেশী আনোয়ারের পটল ক্ষেতে নিয়ে যায়। সেখানে লাভলু ও আনোয়ার শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। পরদিন নিহতের বাবা দু’জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। ওই বছরের ২৩ জুলাই আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা।

 


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি